আমাদের সম্পর্কে

Chandpur Al-Insaf Academy (CAIA) একটি আদর্শ ইসলামিক ও জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পবিত্র কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে শিশুদের দ্বীনি শিক্ষা, নৈতিক চরিত্র গঠন এবং আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

আমাদের একাডেমিতে প্রি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ও শালীন পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। এখানে আরবি, ইসলামিক ও জেনারেল শিক্ষা সমন্বিতভাবে প্রদান করা হয়।

 লক্ষ্য ও উদ্দেশ্য

  • আল্লাহর জমিনে সর্বোচ্চ তাওহীদ প্রতিষ্ঠা করা।
  • সকল প্রকার শির্ক, বিদআত ও কুসংস্কারমুক্ত ইসলামী সমাজ গড়ে তোলা।
  • মানব জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কুরআন ও সহীহ হাদীসের অনুসরণ নিশ্চিত করা।
  • ঈমানভিত্তিক ব্যক্তি ও সমাজ গঠন করা।

 অভিভাবকদের জন্য নিয়মাবলী

অভিভাবকগণ যথাসময়ে একাডেমিতে শিক্ষার্থীর আসা-যাওয়া নিশ্চিত করবেন_

  • একাডেমি কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান করাবেন।
  • কোনো সমস্যা হলে কর্তৃপক্ষকে অবহিত করবেন।
  • ছুটির প্রয়োজন হলে অগ্রিম দরখাস্তের মাধ্যমে ছুটি নিতে হবে।
  • বাসায় শিক্ষার্থীদের জন্য ইসলামিক পরিবেশ নিশ্চিত করবেন।
  • প্রতিদিন ডায়েরি/খাতা দেখে ক্লাসের পড়া জেনে নেবেন।
  • মহিলা অভিভাবকগণ সম্পূর্ণ হিজাব/পর্দা সহকারে শালীন পোশাকে একাডেমিতে আগমন করবেন।

 শিক্ষার্থীর উপস্থিতি ও শৃঙ্খলা বিষয়ক নিয়ম

  • নির্ধারিত সময়ের মধ্যে ক্লাসে উপস্থিত থাকতে হবে
  • একাডেমিতে অবস্থানকালে ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক
  • কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হোস্টেল বা ক্লাসে অনুপস্থিত থাকা যাবে না
  • একাডেমি প্রদত্ত পরিচয়পত্র বহন করতে হবে
  • কমপক্ষে ৯০% ক্লাসে উপস্থিত থাকতে হবে
  • একাডেমির স্বার্থবিরোধী বা আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকলে TC প্রদান করা হবে
  • পাঁচ ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করতে হবে
  • একাডেমির নিয়ম-কানুন ও দৈনন্দিন রুটিন মেনে চলতে হবে
  • কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না
  • একাডেমির সম্পদ নষ্ট করলে ক্ষতিপূরণ প্রদান করতে হবে